ইঞ্জিনিয়ারিং

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-এর ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে ইঞ্জিনিয়ারিং সম্পর্কে  শিক্ষার্থীদের ধারণা এবং  জ্ঞানের উপর  পরিক্ষা  নেয়া হবে।


কুইজ বিন্যাস:

  • MCQ ভিত্তিক প্রশ্ন। 

  • অনলাইন রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪৫ মিনিট।

  • বিভাগীয় রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪০ মিনিট।

  • চূড়ান্ত রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৩০ মিনিট।


যোগ্যতা:

  • ১ম -  ৫ম শ্রেণী

  • ৬ষ্ঠ - ১০ম শ্রেণী 

  • কলেজ

  • মাদ্রাসা 

  • বিশ্ববিদ্যালয় 

 এ সকল লেভেলর শিক্ষার্থীরা ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর ইঞ্জিনিয়ারিং বিভাগের কুইজে অংশগ্রহণ করতে পারবে।

  • একক ভাবে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা। 

  • দলীয় ভাবে কুইজে অংশগ্রহণ থাকছে না। 

মান বন্টন:

  • প্রতিটি প্রশ্নে এক পয়েন্ট থাকবে।

  • কোন নেগেটিভ মার্কিং থাকবে না।

নিবন্ধন প্রক্রিয়াঃ

সকল অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইন নিবন্ধন পোর্টালের মাধ্যমে “ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩” এর কলা ও কারুশিল্প বিভাগের জন্য নিবন্ধন করতে হবে।

  • অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি সম্পূর্ণ বিনামূল্যে। 

  • নিবন্ধনের সময়সীমা ৩১ শে আগস্ট, ২০২৩। 


কুইজ নিম্নলিখিত বিষয় গুলোর উপরে হবে:

  • সিএসই

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

  • ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

  • ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

  • সিভিল ইঞ্জিনিয়ারিং

  • বেসিক সার্কিট

  • গেটস

  • অটোমোবাইলস


    রাউন্ডঃ

    ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর ইঞ্জিনিয়ারিং বিভাগ তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। 

    • অনলাইন রাউন্ড (প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়ার জন্য)

    • বিভাগীয় রাউন্ড (প্রজেক্ট প্রদর্শনের জন্য) এবং 

    • কেন্দ্রীয় রাউন্ড (প্রজেক্ট প্রদর্শনের জন্য)


    প্রজেক্ট নির্দেশিকাঃ 

    • অংশগ্রহণকারীদের/দলের প্রথম রাউন্ডের জন্য অনলাইনে তাদের প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে।

    • অংশগ্রহণকারীদের একটি কার্যকরী প্রকৌশল প্রজেক্ট তৈরি করতে হবে যা বাংলাদেশের তথা  বিশ্বের বাস্তবমুখী সমস্যার সমাধান করবে। 

    • প্রজেক্টটি একটি মূল ধারণার উপর ভিত্তি করে প্রস্তুত করতে হবে এবং ইতোপূর্বে অন্য কোন প্রতিযোগিতা বা সম্মেলনে জমা দেওয়া হয়নি এমন হতে হবে।  

    • প্রজেক্টটির সাথে একটি বিস্তারিত প্রতিবেদন থাকতে হবে যা প্রযুক্তিগত সমাধানের দিকগুলির ব্যাখ্যা, নকশা, বাস্তবায়ন এবং পরীক্ষার প্রক্রিয়াগুলি থাকবে। 

    • প্রতিযোগী /দলের অবশ্যই তাদের প্রজেক্টের প্রপোজাল অনলাইনে প্রথম রাউন্ডের জন্য জমা দিতে হবে। 

    • প্রতিযোগীতার অফলাইন রাউন্ডের সময়, অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের প্রজেক্টগুলি বিচারকদের কাছে উপস্থাপন করতে হবে।


    অযোগ্যতা:

    • প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা কোন নিয়ম ও কানুন অমান্য করলে প্রতিযোগীতা থেকে অযোগ্য বলে ঘোষণা করা হবে।

    • প্রতিযোগীতায় আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। 


    পুরস্কার:

    কুইজের পুরস্কার নিম্নরূপ:

    • চ্যাম্পিয়ন – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)

    • প্রথম রানার আপ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) 

    • দ্বিতীয় রানার আপ – ২০,০০০/- (বিশ হাজার টাকা)

    প্রজেক্টের পুরস্কার নিম্নরূপ:

    • চ্যাম্পিয়ন – ২০০,০০০/- (দুই লক্ষ টাকা)

    • প্রথম রানার আপ – ১০০,০০০/- (এক লক্ষ টাকা)

    • দ্বিতীয় রানার আপ – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) 

      সকল অংশগ্রহণকারীরা একটি করে সনদপত্র পাবে। 


      বিবিধ:

      • আয়োজক কমিটি প্রয়োজনে যে কোনো নিয়ম ও কানুন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। 

      • যোগাযোগের জন্য অংশগ্রহণকারীরা অফিসিয়াল ই-মেইল ঠিকানায় অথবা অফিসিয়াল মোবাইলের মাধ্যমে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন ।